রোববার (১৫ অক্টোবর) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, আশুতোষসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।
পরে সকাল ১০টায় জব্দ মাছ, জাল ও আটক জেলেদের কীর্তনখোলা নদীর ডিসিঘাটে নিয়ে আসা হয়।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অপরদিকে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে প্রত্যেককে একমাস করে কারদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএস/জেডএস