ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৫ হাজার মিটার জালসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বরিশালে ২৫ হাজার মিটার জালসহ আটক ৩ কারেন্ট জালসহ আটক ৩

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। এসময় ২শ’ কেজি ইলিশ জব্দ করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ এর নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, আশুতোষসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।  

পরে সকাল ১০টায় জব্দ মাছ, জাল ও আটক জেলেদের কীর্তনখোলা নদীর ডিসিঘাটে নিয়ে আসা হয়।

সেখানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।  

আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

অপর‌দি‌কে আটক জে‌লে‌দের ভ্রাম্যমাণ আদাল‌তে পাঠানো হলে প্রত্যেককে একমাস করে কারদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।