ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে বগুড়ায় ফারিয়া’র মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে বগুড়ায় ফারিয়া’র মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

বগুড়া: সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়ে বগুড়ায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
 
ফারিয়া’র জেলা শাখার সভাপতি আনোয়ারুল সাদাতের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন-সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ইফতেখারুজ্জামান, নূর মোহাম্মদ রানা, আব্দুল মতিন, তারেক তরফদার, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) শাখার সভাপতি নূর জামান প্রমুখ।


 
বক্তারা অবিলম্বে ওষুধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণনয়নের জোর দাবি জানান।  
 
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমবিএইচ/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।