উদ্ধার হওয়া ছাত্ররা হল, কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে তানভির হাসান (১২) ও একই গ্রামের শ্যামল অধিকারের ছেলে নির্জন অধিকার (১২)।
তারা দু’জনই কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
কলারোয়া উপজেলার মাদরা বিওপির ল্যান্স নায়েক বাবুল মোল্যা বাংলানিউজকে জানান, শনিবার রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর কালিবাড়ি সীমান্তের ১৩/৩ এসআরবি পিলারের কাছে টহলরত বিজিবির একটি দল ভারতে পাচারকালে স্কুলছাত্র তানভির ও নির্জনকে উদ্ধার করে। এ সময় বিজিবিকে দেখে পাচারকারী ভ্যানচালক দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
উদ্ধার হওয়া দুই স্কুলছাত্র জানায়, শনিবার দুপুরে স্কুল ছুটির পর এক অপরিচিত ভ্যানচালক তাদের বলে যে, তোমাদের বাবা-মা অসুস্থ, এখনই তার ভ্যানে করে যেতে বলেছে। পরে তারা আর কিছুই বলতে পারে না।
এদিকে, রাত ৯টার দিকে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া দুই ছাত্রকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করেন মাদরা বিওপির কোম্পানি কমান্ডার কবির আহমেদ।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরএ