হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ।
রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভার পুরাতন হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, জজকোর্ট ও ফায়ার সার্ভিস এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
হবিগঞ্জ পৌরসভার সচিব মো. নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, অভিযানে আটটি পাকা স্থাপনাসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শহরকে যানজট মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।