ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসান স্থানীয় আব্দুল মমিনের ছেলে।

সে কওমি জুটমিল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।  

তার চাচা মহির উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির ছাদে ভেজা কাপড় শুকাতে যায় হাসান। এ সময় সেখানে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। টের পেয়ে বাড়ির লোকজন হাসানকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।