রোববার (১৫ অক্টোবর) ভোরে বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইয়াকুব ওই গ্রামের মৃত মানিক খাঁর ছেলে।
পাবনা র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আতাইকুলার চর শ্রীপুর গ্রাম থেকে ইয়াকুব খাঁ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পাবনার বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।
আটকের পর তাকে আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে। পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর ডিএডি আমিনুল ইসলাম বাদী হয়ে আতাইকুলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
আরএ