রোববার (১৫ অক্টোবর) দুপুর ২ টায় নাভরন-সাতক্ষীরা সড়কের কুচিমোড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক বাঁগআঁচড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলার টেংরা গ্রামের মোশারেফ হোসেন ধাবকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কুচিমোড়ায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সোহোগ হোসেন অটোরিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভরন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে। তবে নিহতের পরিবার মামলা করবে না জানালে স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএ/