রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সহিদ সালিনাবক্স গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সহিদ। পথে সলিনাবক্স এলাকায় এলে একটি মাইক্রোবাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ভ্যান চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ভ্যান চালককে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/