রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ চুরি সংঘটিত হয়।
এ সময় চোরের দল বাসার দরজা ও আলমিরার তালা ভেঙে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় অফিসে যাওয়ার জন্য এবং তার স্ত্রী সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সরকারি বাসভবন মধুবনের দ্বিতীয় তলার বাসায় তালা দিয়ে বের হন।
পরে বেলা সাড়ে ১১টায় বাসায় ফিরে দেখেন দরজা ও আলমিরার তালা ভাঙা এবং রুমে জিনিসপত্র এলোমেলোভাবে ছড়ানো। আলমিরাতে স্বর্ণালংকার ও নগদ টাকা নেই। পরে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমএএএম/জেডএস