নিহত টুম্পা সাভারে থাকতেন। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি থ্রি পিসের দোকানে বিক্রেতার কাজ করতেন তিনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১টার দিকে দোকানের ভিতরে ঢুকে টুম্পার স্বামী তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত নারীর স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা হলে বিস্তারিত জানা যাবে।
তবে তদন্ত সাপেক্ষে নিহতের স্বামীর নাম প্রকাশ করেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/এমজেএফ