ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
মোহাম্মদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার টুম্পা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।রোববার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি দোকানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত টুম্পা সাভারে থাকতেন। মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি থ্রি পিসের দোকানে বিক্রেতার কাজ করতেন তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১১টার দিকে দোকানের ভিতরে ঢুকে টুম্পার স্বামী তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত নারীর স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা হলে বিস্তারিত জানা যাবে।

তবে তদন্ত সাপেক্ষে নিহতের স্বামীর নাম প্রকাশ করেনি পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।