ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় খাদ্য-পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
কোটালীপাড়ায় খাদ্য-পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিন দিনব্যাপী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করে।

কোটালীপাড়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পাণ্ডে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।