পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত রয়েছেন।
দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি পাঠানো বিষয়ে আলোচনা হবে।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ নিজ দেশের বৈদেশিক কর্মসংস্থান বিষয়টিও দেখেন।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি দুইদিনের সফরে রোববার (১৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় এসেছেন।
মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বিশেষ প্লেনে ঢাকা ছাড়বেন। পরিদর্শন সেরে সেদিন দুপুরের পর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
কেজেড/এসএইচ