ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৭ জামায়াতকর্মীসহ আটক ৫৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রাজশাহীতে ৭ জামায়াতকর্মীসহ আটক ৫৭

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জামায়াতকর্মীসহ বিভিন্ন অপরাধে ৫৭ জনকে আটক করেছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত থেকে রোববার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সাংবাদিকদের অভিযানের এ তথ্য নিশ্চিত করেন।

সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মহানগরীর চার থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১৬ জন, শাহ মখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।

এরদের মধ্যে মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে সাত জামায়াতকর্মীকে আটক করে। আটকরা হলেন- সাইফুল ইসলাম (৩৫), রাজু (৪০), নুরুল ইসলাম (৪৮), সাইফুল ইসলাম (৫৬), আনছার আলী (৬৭), রফিকুল ইসলাম (৪৭) ও জামিল হোসেন (৪০)।

জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিভন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।