রোববার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও অক্সফাম এই অধিপরামর্শ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ প্রতিদিন ভ্যাট দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে যোগান দিলেও স্বাস্থ্য, শিক্ষাসহ সকল ক্ষেত্রে তারা রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পায় না। অন্যদিকে, দেশের ধনী শ্রেণির মানুষ কর ফাঁকি দেওয়া ওপেন সিক্রেট হলেও তারা রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করছে। তাই দেশে প্রগতিশীল-করনীতি ব্যবস্থা চালু করতে হবে।
এসময় বক্তারা নিত্য প্রয়োজনীয় সেবা ও দ্রব্যের ওপর ভ্যাট প্রত্যাহার, দরিদ্রপ্রবণ ভ্যাটের আওতা মুক্ত রাখা, কর প্রশাসনকে আরো বিকেন্দ্রীকরণ করার দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন- সুপ্র’র জেলা সভাপতি মনু গুপ্ত। সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উন্নয়ন সংস্থা এনআরডিএস’র প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সাংস্কৃতিক কর্মী আনম জাহের উদ্দিন, নোয়াখালী কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবিএম মহি উদ্দিন চৌধুরী, লায়ন্স শাহ্ আলম, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, জামাল হোসেন বিষাদ, নারী নেত্রী লাকি আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি