রোববার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মো. বিল্লাল (২৮), মো. জুয়েল (২০), মো. মাহবুব (২৭), মো. আলমগীর (৩৫), তালাশ ও শামীম।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র ও খন্দকার জাহিদ আলীর নেতৃত্বে দু’টি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩৫৫ পিস ইয়াবা ও ১২০ পুরিয়া হেরোইনসহ ওই ছয় মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/