ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
সাতক্ষীরায় গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাছখোলা গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, নানা প্রতিকূলতা মোকাবেলা করে গ্রাম, গ্রামের মানুষ ও পরিবেশকে রক্ষা করে নারী। কিন্তু নারীর কাজের স্বীকৃতি আজও রাষ্ট্র দেয়নি। তারপরও স্ব-মহিমায় এগিয়ে যাচ্ছে নারীরা।

বেতনা নারী সংগঠনের নেত্রী আশুরা বেগমের সভাপতিত্বে অলোচনা সভায় উপস্থিত ছিলেন- গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা আসাদুল ইসলাম, যুব সংগঠক ফজলুল হক, স্থানীয় বেতনা নারী সংগঠনের সদস্য সাথী আক্তার, নাজমা খাতুন, আরিফা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।