রোববার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কচুরিপানা দিয়ে ঢাকা লাগেজটি দেখে সন্দেহ হয় তাদের।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মরদেহের গায়ে লুঙ্গি ও হাফ হাতা সাদা গেঞ্জি রয়েছে। নীল রংয়ের লাগেজে জুট কাপড় দিয়ে ঢাকা ছিল মরদেহটি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাগেজের ভিতরে করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ