রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের তেলিপাড়া ও হরিণচড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বাংলানিউজকে জানান, দুপুরে পাঙ্গামুটুকপুর ইউনিয়নের তেলিপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী স্বপ্না বেগম চল্লিশপীর মাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।
অপরদিকে হরিণচড়া ইউনিয়নের জিয়ারুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুটি ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/