ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকা থেকে ভুয়া র্যাব ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণার দায়ে এ চক্রের একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে আবুল কালাম আজাদ নামে ওই প্রতারককে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আবুল কালাম আজাদ ওই প্রতারক চক্রের মূলহোতা।
দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
পিএম/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।