রোববার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাবনা মেডিকেল কলেজের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটি সঞ্চালন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেহতাব খান।
পাবনা মেডিকেলে কলেজের অধ্যক্ষ চিকিৎসক মো. রিয়াজুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক রাউফুন নাহার, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট সাবরিন মাহমুদ ও পাবনা মেডিকেল কলেজের সার্জারি কনসার্লটেন্ট মো. সিরাজুল ইসলাম।
এছাড়াও পাবনা মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি