ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পাবনায় দিনব্যাপী কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পাবনায় দিনব্যাপী কর্মশালা

পাবনা: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে পাবনায় ‘কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পাবনা মেডিকেল কলেজের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালাটি সঞ্চালন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেহতাব খান।

পাবনা মেডিকেলে কলেজের অধ্যক্ষ চিকিৎসক মো. রিয়াজুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক রাউফুন নাহার, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট সাবরিন মাহমুদ ও পাবনা মেডিকেল কলেজের সার্জারি কনসার্লটেন্ট মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও পাবনা মেডিকেল কলেজের বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কর্মশালায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।