ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে ২৪৪ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
অষ্টগ্রামে ২৪৪ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দু’টি গ্রামের ২৪৪টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে গয়েশপুর গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ বিদ্যুৎ সংযোগ দেয়ার ফলে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের ১৮১টি পরিবার ও খলাগাঁও গ্রামের ৬৩টি পরিবার বিদ্যুতের সুবিধা ভোগ করতে পারবে।

   

এসময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলুল হক হায়দারী বাচ্চু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের কটিয়াদী শাখার এজিএম মো. আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমল, কাস্তুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হক রন্টি, অষ্টগ্রাম সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।