রোববার (১৫ অক্টোবর) বিকেলে পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ জুম্মাপাড়ার আমিনুল ইসলামের ছেলে সহিদুল ইসলাম (৩০), একই পাড়ার আজিজুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২৮) ও রংপুর শহরের মুন্সিপাড়ার রনক হারুনের ছেলে অংস হারুন (৩২)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে বিকেলে রহমানপুর এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ ওই তিন যুবককে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরবি/