ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বগুড়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড বগুড়ায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটের কারাদণ্ড, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অষ্টম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে সুমন নামে এক বখাটে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বখাটে সুমন উপজেলার সদর ইউনিয়নের খোলাসপাড়ার মহসিনের ছেলে।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় তাওগাছা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে বখাটে সুমন উত্যক্ত করে আসছিলো। এ ঘটনায় রোববার ভুক্তভোগীর মেয়ের বাবা আব্দুল হামিদ ও তার মা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

পরে ইউএনও’র নির্দেশে বিকেলে খোলাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখাটে সুমনকে আটক করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ওই মেয়াদে সাজা দেন বলে জানান এসআই আইয়ুব হোসেন।

বাংলাদেশ সময়: ২০০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।