ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘শহীদ’ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন: সিইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
‘শহীদ’ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন: সিইসি বিএনপির সঙ্গে সংলাপে বক্তব্য রাখেন সিইসি। ছবি ও ভিডিও: বাংলানিউজ

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৯ বছর পূর্বে ১৯৭৭ সালে অত্যন্ত দৃঢতার সাথে বিএনপি গঠন করেন। সে দলে ডান, বাম, মধ্যপন্থি সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তিকে একত্র করেন। তার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপি’র সঙ্গে রোববার (১৫ অক্টোবর) সংলাপে বসে এ কথা বলেন কেএম নূরুল হুদা।

সংসদ ভেঙ্গে দেওয়ার সুপারিশ বিএনপি’র

ইসির সভাকক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা বেলা পৌনে এগারোটার দিকে আসন গ্রহণ করেন।

এরপর ১১টা বাজার কিছুক্ষণ আগে সিইসি কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনাররা ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হন।
 
এ সময় সকলের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন নূরুল হুদা। তারপর শুরু করেন সূচনা বক্তব্য। এ সময় তিনি বিএনপি সরকারের আমলের নানা উন্নয়ন কর্মকাণ্ডসহ দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও প্রশংসা করেন।
 
বিএনপি নেতাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ৩০ নভেম্বর ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে। দলের প্রতীক ধানের শীষ। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আপনারা যথাসময়ে, যথানিয়মে নীরিক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন। ’
 
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩৯ বছর পূর্বে অত্যন্ত দৃঢ়তার সাথে ’৭৭ সালে বিএনপি গঠন করেন। সে দলে ডান, বাম, মধ্যপন্থি সব মতাদর্শের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গকে একত্র করেন। তার মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা লাভ করে। ’
 
তিনি বলেন, ‘১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সব দল অংশগ্রহণ করে। সে নির্বাচনে বিএনপি ২০৭টি আসনে জয় লাভ করে এবং তিনি সরকার গঠন করেন। ব্যক্তি হিসেবে এবং দলনেতা হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি নয় বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। ১৯৯১ সালে সংসদীয় নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে ১৯৩টি আসনে জয় পেয়ে উনার নেতৃত্বে বিএনপি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।
 
কেএম নূরুল হুদা উপস্থিত নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, আজকের সংলাপে যারা উপস্থিত রয়েছেন, তাদের অনেকেই সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেছেন। মন্ত্রী থাকাকালে আপনাদের অনেকের অধীনে আমি চাকরি করার সুযোগ পেয়েছি। অনেকে জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। রাষ্ট্র পরিচালনার কাজে বিএনপি সরকার দেশে প্রকৃত নতুন ধারা প্রবর্তন করেছে।
 
বিএনপির উন্নয়ন তুলে ধরে সিইসি বলেন, ‘বিএনপি সরকার দেশে বহুবিধ উন্নয়ন করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলককরণ, পৃথক প্রাথমিক গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা, ৠাপিড অ্যাকশন ব্যটালিয়ন গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, আইন কমিশন গঠন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরে উন্নীতকরণসহ অনেক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বিএনপি সরকার করেছে। ’
 
কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়ে ওইদিনই দায়িত্ব গ্রহণ করেন। তখন বিএনপি সিইসি’র বিরুদ্ধে আওয়ামী লীগের অনুসারী বলে অভিযোগ তুলেছিল। বলেছিল, ১৯৯৬ সালে আওয়ামী লীগের হয়ে বিএনপির সরকারের বিপক্ষে জনতার মঞ্চে যোগ দিয়েছিলেন সিইসি। তবে ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে যোগ দিয়েই তিনি সংবাদ সম্মেলনে সে অভিযোগ নাকচ করে দিয়েছিলেন। বলেছিলেন, ‘কোনোদিন কোনো রাজনৈতিক দলের নির্বাচনী বোর্ডেও কাজ করিনি। জনতার মঞ্চের সঙ্গে যে সম্পৃক্তার কথা বলা হচ্ছে-তা মিথ্যা। ’
 
সংলাপে সিইসি’র বক্তব্যের পরেই শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা। সংলাপে বিএনপি সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের ভোটগ্রহণসহ একগুচ্ছ সুপারিশ করে।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ইইউডি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।