রোববার (১৫ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় সদর উপজেলার মস্তোফাপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কামরুল ইসলাম।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই এলাকার একটি কারখানায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ক্যালসিয়াম জাতীয় ক্যাপসুল, টেস্টি স্যালাইন ও ট্যাংকসহ বিভিন্ন ধরণের ওষুধ অনুমোদনবিহীন উৎপাদান করে আসছিলো।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অনুমোদনবিহীন ভেজাল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
টিএ