ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাবার হাতে চার বছরের শিশু খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
রাজধানীতে বাবার হাতে চার বছরের শিশু খুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইল কাজীরগাঁও এলাকায় মাদকাসক্ত বাবার হাতে শাহীন (০৪) নামে এক শিশু খুন হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাজীরগাঁও আব্দুল সামাদ রোডের ১১৫২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। শাহীন ওই এলাকার এনামুল হকের সাত ছেলে-মেয়ের মধ্যে ছোট ছেলে।

তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলায়।

নিহত শিশু শাহীনের মা আসমা বেগম বাংলানিউজকে জানান, তার স্বামী এনামুল হক মানসিক রোগী। তিনি মাদকাসক্ত হয়ে তার ছেলে-মেয়েদের ওপর প্রায়ই নির্যাতন করতেন। সন্ধ্যায় তার ছোট ছেলে শাহীনকে ঘরের ভেতর একা পেয়ে এনামুল তাকে দাড়ালো বস্তু দিয়ে আঘাত করেন। এতে শাহীন গুরুতর আহত হলে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাবার হাতে শিশু খুন হয়েছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।