শাহাদাৎ হোসেন মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ভোয়াগ গ্রামের মো. শহীদ উল্যাহর ছেলে। শনিবার (১৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে তার মাছের খামারে বিষ প্রয়োগের এ এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শাহাদাৎ গত কয়েক বছর ধরে তার গ্রামের বাড়ির আশপাশে কয়েকটি মাছের খামার করে হরেক প্রজাতির মাছের চাষ করে আসছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার দুটি খামারে বিষ প্রয়োগ করে। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে যায়। শাহাদাৎ হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই কেউ এই অপকর্ম করেছে।
রোববার সকালে মাছের খামারে তিনটি খালি বিষের বোতল পাওয়া গেছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শাহাদাৎ হোসেন বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাংলাদেশ সময়:২০২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএইচডি/জেএম