রোববার (১৫ অক্টোবর) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছাই রংয়ের ফুল প্যান্ট ও খয়েরি রংয়ের টি শার্ট রয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, বিলে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের গলায়, কপাল ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ বিলের পানিতে ফেলে দেয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরএস/জেডএস