ঢাকা-সিলেট মহাসড়কের রাজাপুরে রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পানির ট্যাংকভর্তি ট্রাকটি উল্টে গেলে রাস্তার দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ট্রাকটির চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে সিএনজি চালিত অটোরিকশার চালক মৌলভীবাজার চালক সমিতির যুগ্ম সম্পাদক সালামত মিয়া গুরুতর আহত এবং একজন শিশু ও নারী যাত্রী কিছুটা আঘাতপ্রাপ্ত হন। পরে ফায়ার সার্র্ভিসের কর্মীরা তাদের মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
বিবিবি/এএসআর