রোববার (১৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার গাজীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আব্দুল জলিল (৩০) চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গাজীপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৪৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস হুইস্কি, সিগনেসার ও বিয়ারসহ তাকে আটক করা হয়।
জলিলকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি