ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জয়দেবপুর থানার ইন্সপেক্টর প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
গাজীপুরে জয়দেবপুর থানার ইন্সপেক্টর প্রত্যাহার

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থানার ইন্সপেক্টর আবুল কাশেমকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি বাংলানিউজকে জানান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় গত ৭ অক্টোবর ডিস ব্যবসায়ী রনি সরকারের (২৫) নির্মাণাধীণ বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন ইন্সপেক্টর আবুল কাশেম।

এ ঘটনায় রনিসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ওইদিন রনির ডিস অফিসের ম্যানেজার আমির হামজাকে (৩২) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি এলাকায় জানা-জানি হয় ডিস ব্যবসা ও ঝুট ব্যবসা দখলের জন্য সাবেক ছাত্রলীগ নেতা রকিব সরকার তার সহযোগীদের দিয়ে অস্ত্র রেখে রনিকে ফাসঁতে চেয়েছিল এবং আমির হামজাকেও তার লোকজন হত্যা করেন। পরে হত্যার ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এসব ঘটনা জেনেও রনিকে অস্ত্র মামলার আসামি করার অভিযোগ ওঠে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ঘটনার একদিন পর ইন্সপেক্টর আবুল কাশেমকে প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।