ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
ফুলপুরে ছাত্রদল নেতা গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় কলেজ ছাত্রদল নেতা মো. ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলার কলেজ রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে বিকেলে ওমর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) রুহুল আমিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার কাড়াহা ব্র্যাক অফিস এলাকায় গত ১১ অক্টোবর ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে ১৩ জনকে আসামি করে ফুলপুর থানায় বিস্ফোরক আইনের ৪ ও ৫ ধারায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।