মৃত দম্পতির নাম সিরাজুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরর্না বেগম (৫২)। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় চাটগাঁও গ্রামে তাদের বাড়ি।
তাদের আত্মীয় সুমন জানান, কয়েকদিন আগে গ্রামের বাড়িতে মৃত ঝরর্নার ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে তারা নোয়াখালীতে ছুটে যান।
রোববার (১৫ অক্টোবর) নোয়াখালী থেকে ঢাকায় ফেরার সময় চলন্ত বাসে প্রথমে বরর্না অসুস্থ হন। স্ত্রীর অসুস্থতা দেখে তার পাশে থাকা স্বামীও অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মুগদার একটি হাসপাতালে নেওয়া হয়, পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমন জানান, গত দুইদিন আগে গ্রামের বাড়িতে কলপাড়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ঝরর্না বেগম। এছাড়া আগে থেকেই তার স্বামীর হার্টের সমস্যা ছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ঝরর্নার মাথায় আঘাত থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কেস দিয়েছেন ও তার স্বামী সিরাজুল ইসলামের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এজেডএস/আইএ