রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনী মডেল থানা পুলিয় জানায়, সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহ নামে ওই রোহিঙ্গাকে আটক করেন তারা।
থানার পরিদর্শক (ওসি অপারেশন) বাবুল আজাদ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার সাহেব বাজার তামানজা গ্রামের নূর কবিরের ছেলে।
চট্টগ্রাম থেকে ঢাকায় অবস্থানের জন্য সে পালিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। বর্তমানে সে মডেল থানা হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএইচডি/আইএ