ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গি নির্মূল হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
জঙ্গি নির্মূল হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে

নারায়ণগঞ্জ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, প্রথম থেকেই র‌্যাব নিষ্ঠার সঙ্গে কাজ করছে। শেষ জঙ্গি নির্মূল হওয়ার আগ পর্যন্ত আমাদের অভিযান চলবে।

রোববার (১৫ অক্টোবর) রাতে র‌্যাব-১১’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন তিনি।

ডিজি বলেন, জঙ্গি দমন একটি চলমান প্রক্রিয়া।

এই কাজ চলবে, এতে র‌্যাব-১১’র সদস্যরাও কাজ করবেন। এখন পর্যন্ত ৪৯ জন জঙ্গিকে ধরতে সক্ষম হয়েছে র‌্যাব।

অভিনেতা ও সংবাদকর্মী ইমাম হাসান সৌরভের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি এবং আমন্ত্রিত অতিথিরা। ফাহমিদা নবী, পলাশসহ অন্যান্য শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।  

র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, র্যাব এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, এএসপি আলেপ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।