তার নাম মো. রাশেদ ইসলাম (৩২)। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা।
রোববার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাশেদ একই এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আইএ