গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ অক্টোবর) রাতে গৌরনদীর পিঙ্গলকাঠী বাজর ও পশ্চিম ডুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, মাদারীপুর জেলার কালকিনী থানাধীন উত্তর রমজানপুর গ্রামের আইয়ুব আলী বরকন্দাজের ছেলে মো. ইদ্রিস বরকন্দাজ (৪৮) ও মাদারীপুর থানাধীন কুলপুদ্দি এলাকার মো. দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশ ওরফে পাবেল (৩৫)।
তাদের মধ্যে থেকে ইদ্রিস বরকন্দাজের কাছ থেকে ৫শ পিস ও সরোয়ার হোসেন পলাশ ওরফে পাবেলের কাছ থেকে ৩শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২ লাখ ৫৮ হাজার টাকা। তাদের নামে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘন্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/আইএ