ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সাড়ে ৮শ ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
গৌরনদীতে সাড়ে ৮শ ইয়াবাসহ আটক ২

বরিশাল: বরিশালের গৌরনদীতে ৮শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ অক্টোবর) রাতে গৌরনদীর পিঙ্গলকাঠী বাজর ও পশ্চিম ডুমুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মাদারীপুর জেলার কালকিনী থানাধীন উত্তর রমজানপুর গ্রামের আইয়ুব আলী বরকন্দাজের ছেলে মো. ইদ্রিস বরকন্দাজ (৪৮) ও মাদারীপুর থানাধীন কুলপুদ্দি এলাকার মো. দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সরোয়ার হোসেন পলাশ ওরফে পাবেল (৩৫)।

তাদের মধ্যে থেকে ইদ্রিস বরকন্দাজের কাছ থেকে ৫শ পিস ও সরোয়ার হোসেন পলাশ ওরফে পাবেলের কাছ থেকে ৩শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২ লাখ ৫৮ হাজার টাকা। তাদের নামে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘন্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।