রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। রিপন
আলী শহরের মাহমুদপুর মহল্লার মোজাহার আলীর ছেলে।
কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, চান মিয়ার বাড়িতে রিপনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে পরিবারের অভিযোগ
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড কিনা জানা যাবে।
অপরদিকে নিহতের চাচাতো ভাই আল-আমিন হোসেন অভিযোগ করে জানান, বিয়ে মেনে না নেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রোববার রাতে বেলকুচি থেকে বাড়ি ফেরার পথে বনবাড়িয়া এলাকায় রিপনকে পিটিয়ে ও শ্বাসরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আইএ