রোববার (১৫ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের আদালত এ রায় দেন।
এর আগে সকাল থেকে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার সকাল থেকে দিনভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে ২৪ হাজার মিটার জাল ও ১২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। রাতে আটক জেলেদের সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
উদ্ধার করা জাল পুড়িয়ে দেওয়া এবং জব্দ হওয়া ইলিশ চারটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আইএ