ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টা পর বেনাপোল-খুলনা রেলপথ সচল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
২৪ ঘণ্টা পর বেনাপোল-খুলনা রেলপথ সচল

বেনাপোল (যশোর): দীর্ঘ ২৪ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকার পর চালু হয়েছে খুলনা-বেনাপোল আন্তর্জাতিক রেলপথ।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা-বেনাপোল রেলরুটে আটকে থাকা মালবাহী ও যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়।  

বেনাপোল স্টেশনের ম্যাকানিক্যাল শাখার ঊর্ধ্বতন প্রকৌশলী গোলজার হোসেন রেল সচলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

রোববার (১৪ অক্টোবর) সকালে বেনাপোল থেকে কমিউনিটি ট্রেনটি ছেড়ে যশোর হয়ে খুলনায় যাচ্ছিলো। শার্শার শ্যামলাগাছিতে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে এরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে উদ্ধার সরঞ্জাম এনে কাজ শেষে দীর্ঘ ২৪ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।