ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে সেই ইউপি সমাজকর্মীর শাস্তিমূলক বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
অবশেষে সেই ইউপি সমাজকর্মীর শাস্তিমূলক বদলি বদলির আদেশ

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) দুর্নীতিবাজ সেই সমাজকর্মী আব্দুল ওহাবকে শাস্তিমূলক বদলি করেছে সমাজসেবা অধিদফতর। 

টাকার বিনিময়ে আদিতমারী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিশেষ বরাদ্দে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা দেয়ার জন্য এক নারীকে মনোনীত করায় তাকে এ শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোশারফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল ওহাবের বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে। তাকে জেলার পাটগ্রাম উপজেলায় বদলি করা হয়েছে। তার স্থলে বদলি করে আনা হয়েছে পাটগ্রাম উপজেলার ইউনিয়ন সমাজকর্মী গোলাম মোত্তাকিনকে।

লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোশারফ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।  

এর আগে ১৭ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে 'জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা' শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। যার প্রেক্ষিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পে আদিতমারী উপজেলার বিশেষ বরাদ্দের সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে বিভিন্ন দুর্নীতি আর অনিয়মের চিত্র কর্তৃপক্ষের নজরে আসে।

বিষয়টি তদন্ত করতে লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক অনিল চন্দ্রকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদন অনুযায়ী অনিয়মকারী মহিষখোচা ইউনিয়ন সমাজকর্মী আব্দুল ওহাবকে শাস্তিমূলক বদলির আদেশ দেন জেলা সমাজসেবার উপপরিচালক মোশারফ হোসেন।

লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, ইউনিয়ন সমাজকর্মী আব্দুল ওহাবকে আদিতমারী থেকে পাটগ্রামে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসআই

**স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা, সত্যতা পেল তদন্ত কমিটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।