সোমবার (১৬ অক্টোবর) উপজেলার লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি বানিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাঁচাবাড়ি বানিয়াপাড়ার কামাল মিয়ার ছেলে মোকলেছুর রহমান (৬৫) ও শাহাদৎ হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫২)।
এর আগে, রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নিহত সহিদার ভাতিজা মমিনুল বাদী হয়ে ২২ জনের নামে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা উল্লেখ করা হয় জমি সংক্রান্ত বিরোধের জেরে রোববার (১৫ অক্টোবর) সকালে সংঘর্ষের ঘটনায় সহিদা খাতুন গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ থানার ওসি আখতারজ্জামান প্রধান বাংলানিউজকে বলেন, রাতে হত্যা মামলা হয়েছে। পরে অভিযান পরিচালনা করে সকালে সহিদা হত্যা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
আরআইএস/