সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সফররত মালয়েশীয় উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ কথা বলেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
এ সময় রাখাইন থেকে আসা কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আহমদ জাহিদ হামিদি জানান, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্য সেবার জন্য একটি ফিল্ড হসপিটাল তৈরি করে দেবে মালয়েশিয়া। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই হাসপাতাল তৈরি করে দেওয়া হবে।
বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে কক্সবাজার থেকে উখিয়ায় পৌঁছান জাহিদ হামিদি। পরে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মালয়েশিয়ার মানব উন্নয়ন মন্ত্রী রিচার্ড রিওদ।
আরও পড়ুন>>
** রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরের পর কক্সবাজার বিমানবন্দর থেকেই বাংলাদেশ ত্যাগ করবেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী।
দুইদিনের সফরে গত রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় আসেন তিনি। ওইদিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কেজেড/এমএ