ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
কমলগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু 

মৌলভীবাজার: মৌলভীবাজার কমলগঞ্জের শমসের নগরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এরা হলেন- মিছির মিয়া (১৮) এবং সায়িব আলী (২৪)।

এদের দু’জনেরই বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামে।

জানা যায়, শমসের নগর সবুজবাগ আবাসিক এলাকার আবু বকর প্যালেস নামে ওই ভবনের চতুর্থতলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই শ্রমিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা ফারহানা খান তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম মুছা বাংলানিউজকে জানান, এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।