সোমবার (১৬ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এরা হলেন- মিছির মিয়া (১৮) এবং সায়িব আলী (২৪)।
জানা যায়, শমসের নগর সবুজবাগ আবাসিক এলাকার আবু বকর প্যালেস নামে ওই ভবনের চতুর্থতলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই শ্রমিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা ফারহানা খান তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম মুছা বাংলানিউজকে জানান, এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএইচ