সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নাজমুল এ ইউনিয়নের পূর্বপাড়ার জসিম উদ্দিনের ছেলে।
মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির বাংলানিউজকে জানান, রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে নদীতে ডুবে যায়। সেদিন স্থানীয় লোকজন ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। সোমবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসআই