ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় সাইডুলি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
নেত্রকোনায় সাইডুলি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নে সাইডুলি নদীতে নিখোঁজ নাজমুল হাসান (০৬) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নাজমুল এ ইউনিয়নের পূর্বপাড়ার জসিম উদ্দিনের ছেলে।

সে মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।  

মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির বাংলানিউজকে জানান, রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে নদীতে ডুবে যায়। সেদিন স্থানীয় লোকজন ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। সোমবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।