ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর বুধপাড়া ঢালান এলাকায় ট্রেনে কাটা পড়ে ময়েজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নিহতের ছেলে রাজু আহম্মেদ জানান, তার বাবা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।

তাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। কোনোভাবে হাঁটতে পারতেন। এ অবস্থায় সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপরে যান। এ সময় ওই ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু স্পটে মরদেহ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।