সোমবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
নিহতের ছেলে রাজু আহম্মেদ জানান, তার বাবা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু স্পটে মরদেহ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএস/জেডএস