সোমবার (১৬ অক্টোবর) ভোরে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক কামারুজ্জামান সোহেল মহানগরীর মহিষবাথান এলাকার বেলাল হোসেনের ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি কামারুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি হাফিজুর।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এসএস/আরআইএস/