ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সরকারি সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত ৬ রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
হবিগঞ্জে সরকারি সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত ৬ রোগী হবিগঞ্জে সরকারি সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত ৬ রোগী

হবিগঞ্জ: হবিগঞ্জে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ৬ রোগীকে সরকারি সহায়তা দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরের সুপারিশের ভিত্তিতে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ সহায়তা দেয়।

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হল রুমে ৫০ হাজার টাকা করে ৬ রোগীর স্বজনদের হাতে চেক হস্তান্তর করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

সহায়তাপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার বিরামচর গ্রামের মীর ছোরাব আলী, লস্করপুর গ্রামের হাবিবুর রহমান, বহুলা গ্রামের আবুল ফজল খান, সুনারু গ্রামের ফিরোজা আক্তার, পুরাসুন্দা গ্রামের ডলি রাণী দাশ ও তেহরিয়া গ্রামের নূর মোহাম্মদ আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখেই উন্নয়ন কাজ পরিচালনা করে আসছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।