ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলি ও মাদকসহ দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলি ও মাদকসহ দুই যুবক আটক পাবনায় আগ্নেয়াস্ত্র-গুলি ও মাদকসহ দুই যুবক আটক

পাবনা: পাবনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ৫টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটকি, ৩ বোতল বিদেশি মদ, ইয়াবা, একটি টুল বক্স ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।

আটক যুবকরা হলেন-অরনকোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও পূর্ব টেংরী মহল্লার মৃত নূরুল ইসলামের ছেলে মফিকুল ইসলাম মুকুল।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের কমান্ডার লেফটেনেন্ট রুহুল আমিনের নেতৃত্বে একটি দল অরনকোলা গ্রামে অভিযান চালায়। এসময় নিজ বাড়ি থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবককে ‍আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঈশ্বরদী শহরের আরজু মার্কেটের ৩য় তলার একটি কক্ষ থেকে মফিকুল ইসলাম মুকুলকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ৩টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ৪টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩ বোতল বিদেশি মদ ইয়াবাসহ একটি টুলবক্স ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।  

সংবাদ সম্মেলনে র‌্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।