ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

শিশুপুত্রকে গলাটিপে হত্যা করে মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
শিশুপুত্রকে গলাটিপে হত্যা করে মায়ের আত্মহত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চার বছরের ছেলে হাসিবুলকে গলাটিপে হত্যা করে হেনা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওদা বহলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। হেনা ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী।

আব্দুল করিমের চাচাত ভাই সাইদুর রহমান মন্টু বাংলানিউজকে জানান, হেনা বেগমের সঙ্গে প্রতিবেশী এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল বলে সন্দেহ হয় তার স্বামীর। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। সোমবার সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আব্দুল করিম বাজারে দুধ বিক্রি করতে বেরিয়ে গেলে হেনা ঘরের ভেতরে তার ছেলেকে গলাটিপে হত্যা করেন। পরে তিনি ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ছেলেকে হত্যা করে মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।